কম্পিউটারের পাঁচ প্রজন্ম
কম্পিউটারের পাঁচ প্রজন্ম
এপ্রিল 9, 2012
বর্তমানে আমরা যে কম্পিউটার ব্যবহার করি তা একদিনে গঠিত হয় নি । কম্পিউটারের আবিষ্কার কালকে পাঁচটি প্রজন্মে ভাগ করা হয়েছে । নিচে এগুলো সমন্ধে দেওয়া হল । আশা করি আপনাদের উপকারে আসবে ।
♥ প্রথম প্রজন্ম (১৯৪০-১৯৫৬) : ইলেকট্রনিক কম্পিউটার তৈরির প্রচেষ্টা শুরু হয় ১৯৪০ সালে । পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মউসলি ১৯৪৫ সালে “ENIAC” নামের একটি কম্পিউটার তৈরি করেন । এটির ওজন ছিল ৩০ টন । এতে ১৮০০ ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হয় । এটি চালাতে ২০০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হতো ।
♥ দ্বিতীয় প্রজন্ম (১৯৫৬-১৯৬৩) : ১৯৪৮ সালে ট্রানজিস্টার আবিষ্কৃত হয় । ষাটের দশকে দৈত্যাকৃতি ভ্যাকুয়াম টিউব এর বদলে ট্রানজিস্টার ব্যবহার করা হয় । ফলে কম্পিউটারের আকার ছোট হয়ে আসে, দাম কমে যায়, কাজের গতি বাড়ে এবং বিদ্যুৎ খরচ ব্যাপক হারে কমে যায় ।
♥ তৃতীয় প্রজন্ম (১৯৬৪-১৯৭১) : মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট (MIC) ব্যবহার করার মাধ্যমে IBM তৃতীয় প্রজন্ম কম্পিউটারের প্রবর্তন করে । ইনটেল কোম্পানি ১৯৭১ সালে “MSC-4” মাইক্রোপ্রসেসর তৈরি করে । এই প্রজন্ম থেকেই টিভির পর্দার মতো কম্পিউটারের পর্দার প্রবর্তন করা হয় । বাংলাদেশের জন্য এই প্রজন্ম খুবই গুরুত্বপূর্ণ । কারন সর্বপ্রথম ১৯৬৪ সালে বাংলাদেশের পরমাণু শক্তিকেন্দ্রে “IBM-1620” কম্পিউটার ব্যবহার করা হয় ।
♥ চতুর্থ প্রজন্ম (১৯৭১-বর্তমান) : এই প্রজন্মে মাইক্রোপ্রসেসর ব্যবহার শুরু হয় । এইসময় কি-বোর্ডের পাশাপাশি মাউসের ব্যবহার শুরু হয় । এইসময়ই হার্ডডিস্ক আবিষ্কৃত হয় । এইসময় ভেনিস রিচি “সি প্রোগ্রামিং” আবিষ্কার করেন । ১৯৭৫ সালে বিখ্যাত “মাইক্রোসফট কোম্পানি” যাত্রা শুরু করে ।
♥ পঞ্চম প্রজন্ম (ভবিষ্যৎ) : ???
Comments
Post a Comment